হ্যাঁ, আমার অতি সামান্য ধারণা থেকে বলছি। তবে এটা সত্য যে আপনার ধারণার সাথে আমার ধারণা নাও মিলতে পারে। এতে কোন ধরণের দিধা রাখবেন না। আপনার মূল্যবান ধারণা আমাকে জানিয়ে দিবেন।
একটা কাল্পনিক গল্প বলি। একটা লোক ফোনে তার মায়ের সাথে কথা বলবে। কিন্তু ফোনে কোন টাকা নেই। তারপর ফোনে টাকা লোড করে তার মায়ের নম্বরে কল দিবে এমন সময়ে অপর পাশ থেকে তার মায়ের কল আসলো।
মানে সে যা চেয়েছে ঠিক তাই হয়েছে। এরকম অহরহ ঘটনা বাস্তবিক অর্থে ঘটে থাকে। হয় তো বা আমরা খেয়াল করি না। আমি এক সময় ভাবতাম মনোবিজ্ঞান নিয়ে পড়াশোনা করবো। মানুষের মন নিয়ে জানবো। কিন্তু কেন যেন তা সম্ভব হলো না। এর কারণ হিসবে আমি বলি, আমার চাওয়া ঠিক ছিলো না। যদি চাওয়া ঠিক হতো হবে অবশ্যই সম্ভব হতো। যে কলেজে পড়াশোনা করি সেখানে মনোবিজ্ঞান নামে কোন বিষয় ছিলো না।
কিন্তু ছোট বেলা থেকে যুক্তি শব্দটা ভালো লাগতো। এখন যুক্তিবিদ্যা অধ্যায়ন করতে পেরেছি। কেননা আমার চাওয়া ঠিক ছিলো।
Paulo Coelho তাঁর The Alchemist বইতে বলেছেন, "When you want something, all the universe conspires in helping you to achieve." অর্থাৎ যখন আপনি কিছু চান, মহাবিশ্ব আপনাকে অর্জন করতে সাহায্য করে।
পরিশেষে বলা যায় যে- মনস্তাত্ত্বিক ভাবে যা চাইবো সেটা পূরণ হবে।
সহ-প্রতিষ্ঠাতা, ফিফটিন মিনিট বিদ্যানিকেতন।
তথ্য:
The Alchemist by Paulo Coelho.

Post a Comment