ফেব্রুয়ারি ২০২২; Muhammad Al Emran (মুহাম্মদ আল ইমরান)

 

নামাজে যাই।



Muhammad Al Emran : গাজী সামিয়া ম্যামের দুই ছেলে। ১৯ তারিখ এই ছবিটি তুলেছিলাম সম্ভবত। ঐ দিন কলেজে যাওয়ার পরে ওদের সাথে অনেকক্ষণ খেলাধুলা করেছি। তারপর ওদের অনুমতি নিয়ে ছবি তুললাম। অসাধারণ সময় কেটে ছিল। ম্যাম কেও ছবি দিয়েছি।

২১ শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।

সাবিনা ইয়াসমিন ম্যামের সাথে ছবি। তিনি আগে পটুয়াখালী সরকারি কলেজে চাকরি করতেন।

কলেজের আইডি কার্ড নিয়ে ছবি তুলে রেখেছি। 😀

অনি সকলের প্রেজেন্ট দিচ্ছে অনেক দায়িত্ব সহকারে।

ওর নাম জীবন।

ওর নাম জাহিদ।

আমার সেলফিতে সাদি। অনেক ভালো একটা ছেলে।

ওর নাম রায়হান। প্রায়ই ফোন করে ও। মানবিকে পরে কিন্তু বিজ্ঞান নিয়ে অনেক আগ্রহ ওর। আমরা প্রায়ই বিজ্ঞান নিয়ে আলোচনা করি।

ওর নাম সাকিব। ভদ্রটাইপের। 

জীবনের সাথে আবার।

একসাথে সেলফি।

একটা শর্টফিল্ম বানানোর কথা। সাদি, জিসান এবং আমি।

আজ আর নয়। গোলাপের শুভেচ্ছা রইলো। ভালো থাকুন। 

হয়তো অনেকের ছবি যুক্ত হয় নি এতে কষ্ট পাবেন না। আমার ফোনে যা ছিল প্রকাশ করেছি। যদি আপনার কোন ছবি দিতে চান তবে জানান....

0/Post a Comment/Comments

Previous Post Next Post