অতিথি পাখি
নীলাদ্রি: হতে পারতো ২৫ তারিখ বিশেষ কোন দিন। কিন্তু ১০ তারিখের জন্য তা হলো না। ১০ তারিখের জন্য কারো প্রিয় লেখক তার বাসায় গেলো না। অনেক প্লান ছিল। কিন্তু দুঃখের বিষয় কিছুই হলো না। কেন অপেক্ষা করলাম? এই প্রশ্নটা কত দিন নিজেকে করবো তা জানি না।
সকাল বেলা দরজায় করা নাড়ছে কে যেন। দরজা খুলে নীলাম্বরি দেখতে পেলো তার প্রিয় লেখক এবং সাথে নীলাদ্রি। নীলাম্বরির প্রিয় লেখক বলে উঠলো শুভ জন্মদিন নীল!
নীলাম্বরি অবাক দৃষ্টিতে তার পানে চেয়ে আছে। চোখের পলক পরছে না। এরপর অনেক কথা। নীলাদ্রি কিছু বলবে...(১০ তারিখের জন্য তা আর লেখা হলো না।)
এভাবেও হতে পারতো তাই না? কেন সব কথা রয়ে গেলো মনের কোনে?
গল্প: অতিথি পাখি।
লেখক: মুহাম্মদ আল ইমরান।

Post a Comment