বিজয়-মুহাম্মদ আল ইমরান।


কবিতা: বিজয়
লেখক: মুহাম্মদ আল ইমরান

এ বিজয় রাক্তের বিজয়।
এ বিজয় ত্যাগের বিজয়।
এ বিজয় যোদ্ধার বিজয়।

মোর ঘরের গল্পকার,
মোর পিতা মাতা।
শুনেছি তাদের নিকট।
মোরা জাতে বাঙালি,
হার মানার নয়।

দেশে এসেছিল দানব,
রুখে দিল যোদ্ধারা।
এলো বিজয়
ডিসেম্বরের ১৬ তে

এখই সময় পৌছে দেয়া
নতুন প্রজন্মের কাছে
বিজয়ের কল্পকথা।

0/Post a Comment/Comments

Previous Post Next Post