সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যাবহারের সময় কোন ব্যাক্তিকে নির্দিষ্টভাবে সনাক্তকরণের জন্য অনেকেই মেনশন করে থাকেন। তবে এসময় আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে আপনি কাকে মেনশন করছেন। আপনি যাকে মেনশন করছেন সে কি আপনার থেকে বড়? সে কি কোন সন্মানিত ব্যাক্তি? যদি এরকমটি হয়ে থাকে, তাহলে তাকে মেনশন করে তার নামের শেষে তার পদবি বসিয়ে দিন। অর্থাৎ সে যদি সন্মানিত হয়ে থাকে তবে স্যার/ম্যাডাম লিখে দিন। এছাড়াও যদি আপনার থেকে বড় হয় তবে আত্মীয় সম্পর্কে লিখতে পারেন। যেমনঃ আপু, ভাই ইত্যাদি।
আর যদি মেনশনের পরে পদবি না দিন তবে সেটা দেখতে খারাপ দেখাবে। সুতরাং উক্ত পদ্ধতি প্রয়োগ করা অতি গুরুত্বপূর্ণ।
উৎসর্গ: প্রিয় ম্যাডাম (যার কাছ থেকে এই বিষয়ে শিক্ষা পেয়েছি।)
Post a Comment