"অস্তিত্ব খুজে পাই"-মুহাম্মদ আল ইমরান।


-আসসালামু আলাইকুম কাকা, কেমন আছেন?
-ওয়ালাইকুম আসসালাম, আপনি কে বলছেন?
-আমি মুহাম্মদ আল ইমরান।
-চিনতে পারলাম না।
-আমি মন্নান স্যারের ছোট ছেলে।
-ওহ্ বাবা, আমি ফোন ব্যাক করছি
-না থাক কথা বলুন মিনিট কি....।

(ফোন কেটে দিয়ে কল দিল)
-বাবা তুমি কেমন আছো, তোমার পরিবারের সকলে কেমন আছে।
-ভালো।
-এই নম্বরটি কি নতুন? এই নম্বরটি তো আমি চিনতে পারছি না।
-এটা আমার নম্বর।
-ওকে বাবা আমি সেভ করে নিব, কিছু বলবে তুমি?
-না তেমন কিছুই নয়, এমনিতেই কল দিলাম।
-তুমি ভর্তি হয়েছো কোথায়?
-ঢাকা উদ্যান সরকারি মহাবিদ্যালয়
-উদায়ন...?
-না, উদ্যান, এটা মোহাম্মদপুরে।
-ও আচ্ছা। তুমি ঢাকা এসেছো আমাকে বলোনি কেন?
-এই নভেম্বরের তিন তারিখ আসলাম।
-ভাবি এসেছিলেন?
-জি, দুদিন হয় গেছে।
-তিনিও তো ফোন দিলেন না। তার মানি তোমার আমকে আপন মনে করো না?
-না ঠিক সেরকম নয়। এই যে ফোন দিলাম।
-তোমার বাবা আমার জন্য যা করেছেন তা আমি কোন দিন ভুলতে পারবো না। আমারই খারাপ লাগে আমি কিছু করতে পারিছি না তোমাদের জন্য।
-দোয়া করবেন। এই যে আপনার মতো মানুষের সাথে কথা বলতে পারছি এটাই অনেক বড় পাওয়া।
-এরকম ভাবে বলছো কেন? একদম স্যারের মতো হয়েছো।
-আপনাদের কথা আব্বু বলতেন। আর এখন আব্বু নেই! আপনাদের সাথে কথা বললে একটা অস্তিত্বের সন্ধান আমি পাই!
-তুমি বাসায় আসবে কবে?
-তোমার আন্টির কাছে আমি স্যার কে নিয়ে গল্প করি। সে বলেন তোমাদের খোজ খবর নিতে। কিন্তু সময়ের জন্য তা আর হয় না। তবে তুমি যখন ঢাকায় এসেছো মনে করবে এখানে তোমার কাকা আছে। কোন সমস্যা হলে তুমি আমাকে ফোন করবে।
-ধন্যবাদ, বাসায় আসবো বলতে, আমি তো মাত্র আসলাম ঢাকাতে তেমন কিছু চিনি না। তবে আমি কিছু দিন পরে যাব আপনার সাথে দেখা করতে, ইনশাআল্লাহ্‌। আপনি ভালো থাকবেন।
-শোন বাবা রক্তের সম্পর্ক নেই বলে মানুষ কি পর হয়ে যায়!
-না..ঠিক তেমনটি নয়।
-তোমার প্রতি অনুরোধ রইল বাসায় আসবে কিন্তু।
-জি চেষ্টা করবো, আপনি ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।

এই কথা গুলো ছিল আমার সাথে আব্বুর এক ছাত্রের। যিনি কিনা প্রায়ই ফোন দিয়ে খোজ খবর নেন। শুধু তিনিই নয় আব্বুর অনেক শিক্ষার্থীরা প্রায় আমাদের সাথে কথা বলেন। আব্বু এমনই একজন মানুষ ছিলেন যাকে কেহ ভুলতে পারেন না। আমি তার সন্তান হিসেবে নয় একজন মানুষ হিসেবে যদি একজন শিক্ষকের কথা বলি তবে মন্নান স্যারের মতো মানুষ পাওয়া কষ্ট কর বলবো। আজ আমাদের মাঝে আব্বু নেই। তিনি ২৮-০২-২০১৯ ইং তারিখ মারা যান। আব্বুর হাতে গড়া শিক্ষার্থীদের সাথে কথা বললে আমার মনে হয় অস্তিত্ব খুজে পাই।

------------------------------------------------
লেখক: মুহাম্মদ আল ইমরান
তারিখ: ০৯.১১.২০২০
প্রকাশ: www.emran1507bd.blogspot.com

0/Post a Comment/Comments

Previous Post Next Post