আইটি বিষয়ে কেন ধারনা রাখা প্রয়োজন?


বর্তমান সময়ে আমাদের সবারই আইটি বিষয়ে সামান্য পরিমাণ হলেও ধারনা রাখা উচিৎ। কেননা বর্তমান সময়ে আমারা ডিজিটাল দেশে অবস্থান করছি। আপনার কষ্টের কাজের অনেক বড় সমাধান আইসিটি। অনেক দূরের কাজ আপনি আপনার নিজ বাসায় থেকে করতে পারেন। ভাবতেই অবাগ লাগে তাই না? হ্যাঁ এটা অবাগ করার মতো একটি কাজ। আমি মনে করি সবার আইটি সম্পর্কে ধারনা রাখা দরকার। প্রযুক্তি আমাদের নিত্য দিনের সহযোগীতায় থাকবে।

-----------------------------------
মুহাম্মদ আল ইমরান
১৬-০৯-২০২০ইং

Tag:
Muhammad Al Emran
#Emran1507bd
Emran1507bd

0/Post a Comment/Comments

Previous Post Next Post