বৃষ্টি এলে ভয় হয়- মুহাম্মদ আল ইমরান।


বৃষ্টি এলে ভয় হয়

মুহাম্মদ আল ইমরান



ঘর খানি মোর

নয়তো, কুড়ে ঘরের!

টিনের চালের ছাউনি।


ছিলেম ভালো গরম দিন,

স্বপ্ন ছিল আকাশ জুড়ে।


লোকের মুখে নানান সুর,

বর্ষা কালের সুখের গুন।


বৃষ্টি পড়ে,

তাদের নাকি ভালো লাগে।


বৃষ্টি এলে ভয় হয়,

ছাউনি খানি যদি ভেঙে যায়?


মোর এটা তো ঘর নয়,

দেকে মনে হয় রধনশালা।


উপর থেকে টুপুরটুপুর,

বৃষ্টি পড়ে।


নিচের দিকে পিরা থইথই,

বৃষ্টির পানি।


বিধাতা মোরে করুনা করো,

দিন শেষে, রাতের ছাউনি ভাসিয়ে দিও না।


0/Post a Comment/Comments

Previous Post Next Post