অহংকার পতনের চাবিকাঠি।



আজ আপনি সন্মানি, কাল আপনার সন্মান টুকু নাও থাকতে পারে। তবে হ্যাঁ এখানে কথা আছে-
সন্মান রাখার দায়িত্ব কিন্তু শুধু মাত্র আপনার নিজের। তবে এখন বলবেন,
আমি তো নিজের সন্মান নিজে নষ্ট করবো না।
সেটা ভালো। তবে আমার আরেকটি মূল্যহীন কথা শুনুন, "যেই পত্রিকার দাম সকল বেলা ১০ টাকা, বিকালে সেই পত্রিকার কেজি হয় ১০ টাকা।"
অর্থাৎ নিজের সন্মান নিজে যতই রাখতে চান কিছু দিন পরে তা এমনিতেই নষ্ট হয়ে যায়। ভুল আমার এ কথন আসল সত্য হলো "সন্মান কখনো নষ্ট হবে না যদি আপনি অহংকারী না হয়।" আজ আপনি যদি অহংকার করেন তবে কাল আপনি আপনার মর্যাদা পাবেন না। হয় তো বা সমাজ আপনার সামনে কিছু বললো না। কিন্তু পিছনে বলবে সব কিছু সেটা ভালো কিংবা মন্দ। 
পত্রিকার উদাহরণ সম্পর্কে যুক্তি : পত্রিকা প্রতিটা সকালে অজানা খবর নিয়ে আসে পাঠকের কাছে। কাল্পনিক অর্থে ধরে নিলাম অজানা সংবাদ পত্রিকার অহংকার।



-মুহাম্মদ আল ইমরান
26-10-2020
(3:08 AM)

0/Post a Comment/Comments

Previous Post Next Post