বিভিন্ন সময় আমরা লক্ষ্য করি কর্মকর্তাদের স্যার না বলাতে নানান কথা বা আলোচনা হয়। অনেকের মনে প্রশ্ন আসতে পারে, স্যার না বলে ভাই বা আপা সম্মোধন করলে কি কোন লাভ বা ক্ষতি আছে? ক্ষতি সম্পর্কে আমার ধারণা নেই। লাভ সম্পর্কে বলার চেষ্টা করি। একজন সাধারণ জনগণ যখন কোন অফিসে গিয়ে সেখানের কর্মকর্তাকে নিজের ভাই সম্মোধন করতে পারে। তখন সে নিজের ভিতরে একটা সন্তুষ্টির ব্যাপার খুজে পায়। ফলে সে তার সমস্যা সম্পর্কে তার ভাই রুপের অফিসারকে ভালো ভাবে বুঝাতে সক্ষম হয়। এতে যেকোন সমস্যা অনেক দ্রুত সমাধান হয় বা সমাধানের পথ তৈরি হয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিভিন্ন উক্তির মধ্যে অন্যতম একটি উক্তি হলো "সরকারী কর্মচারীদের জনগণের সাথে মিশে যেতে হবে। তারা জনগণের খাদেম, সেবক, ভাই। তারা জনগণের বাপ, জনগণের ছেলে, জনগণের সন্তান। তাদের এই মনোভাব নিয়ে কাজ করতে হবে।"
বঙ্গবন্ধুর এই উক্তি যথার্থ। কেননা একজন অফিসার তিনি কোন না কোন পরিবারের একজন সদস্য এটা মানতেই হবে। তাই সে যদি নিজেকে তেমন ভাবে উপস্থাপন করতে পারে তাহলে তার কাছে যারা বিভিন্ন কাজ নিয়ে আসবে তারা তাকে তাদের পরিবারের সদস্য হিসেবে পাবে। এতে যে কোন কাজ ভালো ভাবে করা যাবে। যদি সেই অফিসার কাজটি করতে নাও পারে তাহলে সে কিছু পরামর্শ দিতে পারবে। এতে দেখা যাবে ভালো কিছু ফলাফল আমরা পাবো। তাই আমি মনে করি স্যার না বলে ভাই সম্মোধন ভালো কিছু বয়ে আনবে।
মুহাম্মদ আল ইমরান (ঢাকা, বাংলাদেশ।)
Post a Comment