বাংলাদেশ ও ইংল্যান্ডের মধ্যকার টি-২০ সিরিজের প্রথম টি-২০ তে বাংলাদেশ ৬ উইকেটে জিতেছে।
টসে জিতে সাকিব আল হাসন ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়। টার্গেট অনুযায়ী খেলায় বাংলাদেশ ভালো খেলতে পারে।
২০ ওভার খেলার পরে ৬ উইকেট হারিয়ে ইংল্যান্ড করেছে ১৫৪ রান। যার মধ্যে উল্লেখযোগ্য, Jos Buttler ৪২ বলে ৬৭ রান, Phil Salt ৩৫ বলে ৩৮ রান, Ben Duckett ১৩ বলে ২০
অন্য দিকে বাংলাদেশ ১৮ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৫৮ রান করেছে। যার মধ্যে উল্লেখযোগ্য, Najmul Hossain Santo ৩০ বলে ৫১ রান, Shakib Al Hasan ২৪ বলে ৩৪* রান, Tawhid Hridoy ১৭ বলে ২৪ রান। ফলে ১২ বল থাকতেই বাংলাদেশ জয় লাভ করে।
প্লেয়ার অব দা ম্যাচ হয়েছে Najmul Hossain Santo. বাংলাদেশ বেশ ভালো খেলেছে এটা বলতেই হবে। আশা করি আগামী ম্যাচগুলো দারুণ হবে।
সাকিবের ক্যাচ মিস না হলে খেলাটা অন্য কোন রুপ নিত। তবে মানতে হবে যে যা হয় ভালোর জন্য হয়। Jos Buttler যতক্ষণ ব্যাট হাতে মাঠে ছিলো ততক্ষণ বাংলাদেশের দর্শকরা চিন্তিত ছিলো। যদি Jos Buttler ১০০ করে ফেলে তাহলে ম্যাচ আমাদের থাকবে না।
Bangladesh vs England Previous Match Scored
Bangladesh vs England Previous Match Result

Post a Comment