কবিতাঃ স্বপ্ন পূরণ।



কবিতাঃ স্বপ্ন পূরণ।

লেখকঃ মুহাম্মদ আল ইমরান।

জনমের জন্য বেহাল,
মরন নামের চিন্তা নাই।
ভালো থাকবে বলে,
যুদ্ধ করে যোদ্ধারা।
ভালো রাখার জন্য নয়।

যে দেহ চলার সঙ্গী
তাকে কষ্ট দিয়ে ভালো থাকি।
নিজের মনের বাহিরে সফল
মনের জোরে কজন সফল হয়?

ইচ্ছে তবে পূরণ হবে
মন যদি চায়।
চাইতে হবে বহু কিছু।
ইচ্ছা ডানার প্রান্ত গিয়ে,
স্বপ্ন পূরণ কি গিয়ে।

সর্বশান্ত হয়ে আছি।
স্বপ্ন পূরণ হবে কি?
ইচ্ছা ছিল বহুকাল।
এবার সময় শক্ত হবার
পূরণ হবে ইচ্ছা।
© লেখক।

#MuhammadAlEmran
@Emran1507bd

0/Post a Comment/Comments

Previous Post Next Post