কবিতা: মা ও জননীর গল্প।
লেখক: মুহাম্মদ আল ইমরান
উৎসর্গ: আমার মা সহ পৃথিবীর সকল মায়ের প্রতি।
দিনের আলোর পরে,
এলো সন্ধ্যার চাঁদ।
ঘরে ফিরে আয়-
ঘরে ফিরে আয়।
আকাশের গর্জনে,
মেঘের পাল্লা ভারি।
নামবে বরষা,
ঘরে ফিরে আয়।
বিধাতা মোরে নাও,
রাখো আমার বাছারে।
মানত করেছি, দরগাহ
দুই হাঁড়ি সিন্নি।
আমি আছি হবেনা কিছু।
কার এত বড় সাহস,
আমার বুক থেকে কেরে নিবে?
রেখেছি তোকে বেধে,
আমার আঁচল দিয়ে।
#emran1507bd
লেখা কপি করা থেকে বিরত থাকুন।

Post a Comment