কবিতা: "উদ্দীপক"- মুহাম্মদ আল ইমরান (emran1507bd)


এযুগ তো উদ্দীপকের,
তবো তুমি কেন ভিতু।
এযুগ এমনি একযুগ,
পিছে ফিরে তাকাইবার নয়।

এযুগ তো হাতের মুঠোয়,
তবো তুমি কেন লাঞ্ছিত।
যাহাদের জীবনে ছিল উদ্দীপক,
তারাই আজিকের বীর-সিং।

তুমি যদি লাঞ্ছিত পদবি,
মুছে ফেলতে চাও!
তবো তোমারি জীবনকে,
ভরিয়ে দিতে হবে উদ্দীপকে।

উদ্দীপক এমনই এক বল,
যা ভেঙে দিবে অলসে এ মন।
তবো হও তুমি উদ্দীপক।

0/Post a Comment/Comments

Previous Post Next Post