এযুগ তো উদ্দীপকের,
তবো তুমি কেন ভিতু।
এযুগ এমনি একযুগ,
পিছে ফিরে তাকাইবার নয়।
এযুগ তো হাতের মুঠোয়,
তবো তুমি কেন লাঞ্ছিত।
যাহাদের জীবনে ছিল উদ্দীপক,
তারাই আজিকের বীর-সিং।
তুমি যদি লাঞ্ছিত পদবি,
মুছে ফেলতে চাও!
তবো তোমারি জীবনকে,
ভরিয়ে দিতে হবে উদ্দীপকে।
উদ্দীপক এমনই এক বল,
যা ভেঙে দিবে অলসে এ মন।
তবো হও তুমি উদ্দীপক।

Post a Comment